নিজস্ব প্রতিবেদক
শর্ত মেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভেতরে ২৩টি সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমিত দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব সিএনজিতে ‘সিইউ’ লেখা স্টিকার থাকবে।
রোববার (১৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনে সিএনজিচালিত অটোরিকশার মালিক, চালক, পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে চবি প্রশাসনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসনের সঙ্গে আয়োজিত সভায় সিদ্ধান্তগুলো হলো- সবার সম্মতিক্রমে অনুমোদনপ্রাপ্ত ২৩টি সিএনজিচালিত অটোরিকশা এক নম্বর গেট থেকে জিরো পয়েন্টে চলাচল করতে পারবে, প্রত্যেকটি গাড়িতে ‘সিইউ’ লেখা সম্বলিত স্টিকার লাগানো থাকবে, চালকদের নির্দিষ্ট পোশাক থাকবে, চালকদের ড্রাইভিং লাইন্সেস এবং জাতীয় পরিচয়পত্র প্রক্টর অফিসে জমা থাকবে, সিএনজি মালিকের গাড়ির কাগজপত্র প্রক্টর অফিসে জমা থাকবে, ছাত্র ও চালকের মধ্যে ভালো ব্যবহার নিশ্চিত করতে হবে, রাত ১১টার পর জনপ্রতি ভাড়া ১০ টাকা করে দিতে হবে।
সম্প্রতি সিএনজি ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে শিক্ষার্থীদের মারধর, অতিরিক্ত ভাড়া দাবি করা, শিক্ষার্থীদের সঙ্গে চালকদের অসদাচরণসহ বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে বাস সার্ভিসের দাবি ওঠে।
তবে সংশ্লিষ্টদের সঙ্গে কয়েক ধাপে আলোচনা করে সিএনজি চলাচল অব্যাহত রেখে এসব সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্তকে মুচলেকা দেওয়া ও ভুক্তভোগীর কাছে মাফ চাওয়ার মাধ্যমে মিটমাট করা হয়েছে সভায়।
Discussion about this post