নিজস্ব প্রতিবেদক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে যোগদান করেন। এসময় তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব গড়ে তোলার সব চেষ্টা আমার থাকবে। একাডেকিম অ্যাটমোস্ফিয়ার তৈরি করার জন্য যতোরকম উদ্যোগ তা গ্রহণ করবো। আমার প্রথম ব্রত থাকবে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়টিকে সবার সহযোগিতায় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
গত মঙ্গলবার (১২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাসুম আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ট্রেজারার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় তিনি যোগদান করেন। এসময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীরা।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় ( সংশোধন ) আইন , ২০১৩ এর ১২ ( ১ ) ধারা অনুসারে অধ্যাপক ড . মো. বদরুজ্জামান ভূঁইয়া, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-কে ৪টি শর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।
অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তাছাড়া অধ্যাপক ড. বদরুজ্জামান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জনপ্রিয় কলামিস্ট এবং টকশো ব্যক্তিত্ব হিসেবে সারাদেশে পরিচিত।
Discussion about this post