শিক্ষার আলো ডেস্ক
ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার (২০ এপ্রিল) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহমান ইফতির সঞ্চালনায় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘বঙ্গবন্ধু ছাত্রদের সাথে নিয়েই দেশ গঠনে অগ্রসর হয়েছিলেন। সেই ছাত্রসমাজের উপর যেকোন ধরণের হামলায় আমরা কষ্ট পাই। জাতির যারা মেরুদণ্ড, তাদের উপর এমন বর্বরোচিত হামলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মেনে নিবে না। শিক্ষার্থীদের উপর হামলার সুষ্ঠু বিচারের দাবি করছি। এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলমান থাকবে।’
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন,’আমরা শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার জন্য আসি, কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য নয়। ঢাকা কলেজের ছাত্রদের উপর যারা হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি৷’
এছাড়াও এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Discussion about this post