নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস অনার্স এবং এলএলবি অনার্সের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টারের শ্রেণিকক্ষে পাঠদান আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়টির সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত মঙ্গলবারের (১৯ এপ্রিল) বিজ্ঞপ্তিটি বুধবার (২০ এপ্রিল) প্রকাশ করা হয়।
এতে বলা হয়, চার বছর মেয়াদি সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চার বছর মেয়াদি বিএ (অনার্স), বিএসএস (অনার্স), এবং এলএলবি (অনার্স) প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টারের ক্লাস আগামী ১৩ মে থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস চলছিল। ঈদের পর ১৩ মে থেকে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান অনুষ্ঠিত হবে। বিএ এবং বিএসএস অনার্সের শিক্ষার্থীদের প্রয়োজনে বেন্ডেড লার্নিংয়ের অংশ হিসেবে অনলাইনেও ক্লাস পরিচালিত হবে।
প্রসঙ্গত, বুধবার (২০ এপ্রিল) শিক্ষার্থীদের ক্লাস রুটিন সরবরাহ করা হয়েছে।
Discussion about this post