নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক প্রথম বর্ষে এবার পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে বিশ্ববিদ্যালয়টিতে দশ ইউনিটে ভর্তি পরীক্ষা হতো। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম সাংবাদিকদের এ তথ্য দেন।
তিনি বলেন, বুধবার ভর্তি পরীক্ষা কমিটির সভায় পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপাচার্য আরও বলেন, এবার গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে এক ইউনিট; সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ মিলে এক ইউনিট; কলা ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট মিলে এক ইউনিট; ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে এক ইউনিট; জীববিজ্ঞান অনুষদ– এই পাঁচটি অনুষদে হবে এবারের ভর্তি পরীক্ষা।
আগামী ১৮মে থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। চলবে ১৬ জুন পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে ৩১ জুলাই। ১১ আগস্ট পর্যন্ত ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়টি।
Discussion about this post