জুবায়ের আহম্মেদ
১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএর সাবেক পরিচালক শিক্ষাবিদ ড. এম আলিমউল্যা মিয়ান বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। রাজধানী ঢাকার উত্তরায় নিজস্ব ২০ বিঘা বিশাল সবুজ ক্যাম্পাসে চলে আইইউবিএটির শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে রয়েছে সবুজ মাঠ, উন্মুক্ত স্টাডি এরিয়া, শহীদ মিনার, গাছপালা-পুকুরে ঘেরা এক মনোমুগ্ধকর পরিবেশ। এ ছাড়া ফ্রি ওয়াই-ফাই, ইনডোর গেমসহ সব মিলিয়ে ‘এন এনভায়রনমেন্ট ডিজাইনড ফর লার্নিং’, অর্থাৎ শিক্ষার পরিকল্পনায় তৈরি পরিবেশ কথাটি যেন এই ক্যাম্পাসেই দেখা যায়। অন্যদিকে প্রতিষ্ঠানটি দেশের প্রতিটি গ্রাম থেকে অন্তত একজন দক্ষ স্নাতক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে। শিক্ষার্থীদের জন্য ঢাকার সবগুলো রুটসহ গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জ থেকে রয়েছে নিজস্ব ফ্রি বাস সার্ভিস। বিশ্ববিদ্যালয়টির প্রতিটি বিভাগের অ্যালামনাইরা ছড়িয়ে আছেন দেশ-বিদেশের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ পর্যায়ে।
সারা বছরই সহশিক্ষা কার্যক্রম
বিশ্ববিদ্যালয়টিতে বছরজুড়েই সহশিক্ষা কার্যক্রম চলতে থাকে। প্রতিযোগী মনোভাব ধরে রাখতে শিক্ষার্থীদের মাঝে চলে নানা আয়োজন। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকেরাও যোগ দেন এসব আয়োজনে। বিতর্ক অনুষ্ঠান, নাচ, গান, রোবটিকস কমপিটিশন, প্রোগ্রামিং কনটেস্ট, উদ্যোক্তা মেলা, বিজনেস কেস কমপিটিশনসহ নানা আয়োজনে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখেছে আইইউবিএটি। বিশ্ববিদ্যালয়টির যন্ত্রপ্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা মিলে তৈরি করেছেন সৌরচালিত গাড়ি। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) প্লাটুন সব সময় সক্রিয় থাকে আইইউবিএটিতে। এ ছাড়া রোটারেক্ট ক্লাব তো আছেই।
ভর্তির জন্য যোগ্যতা
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ২.৫ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা ভর্তি ফরম সংগ্রহ করতে পারেন। এরপর ভর্তি পরীক্ষার ধাপ পেরিয়ে শিক্ষার্থীরা পছন্দসই প্রোগ্রামে ভর্তি হতে পারেন। বিস্তারিত জানতে-iubat. edu/admission
Discussion about this post