নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচের) শিক্ষার্থীদের সশরীরে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৩ মে থেকে সশরীর শিক্ষা কার্যক্রম চালু হবে।
আজ রোববার (২৪ এপ্রিল) দুপুরে হল প্রাধ্যক্ষদের নিয়ে আসন বণ্টন সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান।
তিনি বলেন, শুরু থেকেই ৫০তম ব্যাচ অনলাইন ক্লাস করে আসছে। ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ১৭-২২ মে পর্যন্ত আবারো তাদের অনলাইনে ক্লাস হবে। এরপর ২৩ মে থেকে তারা সশরীরে ক্লাস করতে পারবে। শিক্ষার্থীরা ঢাকা ও তার আশেপাশে থেকে সশরীরে ক্লাসে অংশ নেবে। তাদের যাতায়াতে বিশেষ বাসের ব্যবস্থা করা হবে।
এরপরও কোনো শিক্ষার্থীর যদি বাইরে থাকার ব্যবস্থা না থাকে তাহলে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষের সুপারিশে তাদের হলে থাকার ব্যবস্থা করা হবে। নতুন দুটি হল শিগগির উদ্বোধন হবে। এরপর তাদেরকে হলে রাখার ব্যবস্থা করা হবে।
Discussion about this post