শিক্ষার আলো ডেস্ক
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুক্রবার (২২ এপ্রিল) থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। আর তা শেষ হবে আগামী ৮ মে। তবে এসময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।
হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২২ এপ্রিল থেকে ছুটি শুরু হয়ে ৮ মে পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা থাকবে। এছাড়া প্রশাসনিক কার্যক্রম ১ মে থেকে ৩ মে বন্ধ থাকবে। আর ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের বাস বন্ধ থাকবে।
জানা গেছে, মহামারি করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের বেশ ক্ষতি হয়েছে। তারা যেন দ্রুত সেই ক্ষতি পুষিয়ে নিতে পারেন সেজন্য ছয় মাসে এক সেমিস্টারের পরিবর্তে চার মাসে এক সেমিস্টার শেষ করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে অনুযায়ী ২১ এপ্রিল পর্যন্ত বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা চলমান ছিল। পরবর্তীতে ২২ এপ্রিল থেকে মে দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।
Discussion about this post