শিক্ষার আলো ডেস্ক
বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩৬ জন গবেষক।এদের মধ্যে ৩৫ জন শিক্ষক ও ১ জন শিক্ষার্থী রয়েছেন।
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং-২০২২ গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার (২৪এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে এ বিষয়ে জানা যায়।
ওয়েবসাইটে বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের সাত লাখ ২৯ হাজার গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। র্যাংকিংয়ে বাংলাদেশের ২৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন।
তালিকায় নোবিপ্রবি থেকে স্থানপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ৬ জন, ফার্মেসি বিভাগের ৮ জন, অণুজীববিজ্ঞান বিভাগের ২ জন, ওশেনোগ্রাফি বিভাগের ১জন, ইইই বিভাগের ১জন,ব্যবসায় প্রশাসন বিভাগের ১ জন, ইএসডিএম বিভাগের ২ জন, এসিসিই বিভাগের ৫ জন, বিজিই বিভাগের ২ জন, কৃষি বিভাগের ২ জন, ফলিত গণিত বিভাগের ১ জন, সিএসটিই বিভাগের ১ জন, আইআইএসের ১ জন,বিএমবি বিভাগের ১ জন, আইসিই বিভাগের ১ জন রয়েছেন।এছাড়াও তালিকায় ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ১ জন সাবেক শিক্ষার্থী ও রয়েছে।
শিক্ষকদের মধ্যে ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ বেলাল হোসেন ১ম,সহযোগী অধ্যাপক ড.মোঃমফিজুর রহমান ১৪ তম,সহযোগী অধ্যাপক ড.মো.আনিসুজ্জামান ১৮ তম, সহকারী অধ্যাপক শুভ ভৌমিক ২০ তম, সহকারী অধ্যাপক ড.আহসান হাবীব ২৩ তম, সহযোগী অধ্যাপক মো.রবিউল হাসান ৩২ তম স্থানে রয়েছে।
ফার্মেসি বিভাগের অধ্যাপক ড.শফিকুল ইসলাম ২য় ,সহযোগী অধ্যাপক ড. মো: সহিদ সারওয়ার ৩য় ,সহকারী অধ্যাপক অভিজিৎ দাশ ৭ম,প্রভাষক মোঃসাদ্দাম হোসেন ১২ তম,সহযোগী অধ্যাপক ড.মো.হাসানুজ্জামান ১৫ তম,
সহযোগী অধ্যাপক ড.জামিউদ্দিন আহমেদ ১৯ তম,প্রভাষক মো.আব্দুল বারেক ৩০ তম ও প্রভাষক মো.মাহমুদুল ইসলাম ৩৩ তম স্থানে রয়েছে।
এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক সুজিত চন্দ্র পাল ১০ম,সহযোগী অধ্যাপক মোঃতানভীর হোসেন ১৩ তম, সহযোগী অধ্যাপক ড.মো.রফিকুল ইসলাম ২৫ তম,
সহকারী অধ্যাপক মো.শফিউল ইসলাম ২৯ তম, অধ্যাপক ড.মো.আশরাফুল আলম ৩১ তম স্থানে রয়েছেন।
অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.ফিরোজ আহমেদ ৪র্থ ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী ১৬ তম স্থানে রয়েছেন। বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড.ধীরেন্দ্রনাথ বর্মণ ১৭ তম,সহকারী অধ্যাপক ড.আরাধন সরকার ২৮ তম স্থানে রয়েছেন।কৃষি বিভাগের সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিকী ২১ তম ও সহযোগী অধ্যাপক ড.মেহেদী হাসান রুবেল ২৬ তম স্থানে রয়েছেন।ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ আব্দুস সালাম ৯ম,সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহবুব কবির ১১ তম স্থানে রয়েছেন।
ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ড.মোহাম্মদ আব্দুল মমিন সিদ্দিকী ৫ম, ইইই বিভাগের অধ্যাপক ড.মো.আব্দুর রশিদ ৬ষ্ঠ,ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড.আব্দুল কাইয়ুম মাসুদ ৮ম,ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক এইচ.এম.শাহাদাত আলী ২২ তম,সিএসটিই বিভাগের অধ্যাপক ড.মো.হুমায়ুন কবির ২৭ তম,
আইআইএসের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা ৩৪ তম,বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক তনিমা সরকার ৩৫ তম ও আইসিই বিভাগের প্রভাষক মো.সাব্বির এজাজ ৩৬ তম স্থানে রয়েছেন।
এছাড়াও তালিকায় ২৪ তম স্থানে রয়েছেন ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সাবেক শিক্ষার্থী মো.রিফাত জে. রাকিব।
উল্লেখ্য, এডি সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করেছে।
Discussion about this post