নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজে নতুন আরও দুই বিষয় যুক্ত হচ্ছে। যুগের চাহিদা ও দেশী-বিদেশী চাহিদা মেটাতে নতুন এ দুই বিষয় সংযুক্তির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাত কলেজের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সাবজেক্ট খোলার বিষয়ে যুগের চাহিদা ও দেশী-বিদেশী চাহিদা মেটাতে অধিভুক্ত সরকারি সাত কলেজে ‘কম্পিউটার সায়েন্স’ এবং ‘ইনফরমেশন এন্ড কমিউনিকেশন সায়েন্স’ খোলার বিষয়ে সভায় নীতিগত সিদ্ধান্ত হয়।
উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
তথ্যমতে, অধিভুক্ত এ সরকারি সাত কলেজের ঢাকা কলেজে বর্তমানে ১৯টি, সরকারি তিতুমীর কলেজে ২৩টি, ইডেন মহিলা কলেজে ২৩টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ১৮টি, কবি নজরুল সরকারি কলেজে ২২টি, সরকারি বাঙলা কলেজে ১৮টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ২০টি বিভাগে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
Discussion about this post