শিক্ষার আলো ডেস্ক
চলতি বছর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া অদম্য মেধাবীদের পাশে দাড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। কালের কণ্ঠের পাঠক ফোরাম শুভসংঘের ব্যবস্থাপনায় ১১ শিক্ষার্থীকে এই সহায়তা দেওয়া হয়েছে বলে জানা যায়।
ওই শিক্ষার্থীদের প্রাথমিকভাবে ভর্তি ও অন্যান্য খরচ বাবদ প্রত্যেককে ৫৮ হাজার টাকা উপহার হিসেবে দেওয়া হয়। এছাড়া পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত প্রতিমাসে তাদের ১০ হাজার টাকা করে সহায়তা দেবে বসুন্ধরা গ্রুপ।
আজ সোমবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড মিলনায়তনে শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই সহায়তা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
বসুন্ধরা গ্রুপের সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার অন্তরা খাতুন (এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট), ঠাকুরগাঁও সদর উপজেলার মোছা. সাবিনা ইয়াসমিন (ময়মনসিংহ মেডিকেল কলেজ), বাগেরহাটের চিতলমারী উপজেলার সুক্লা চিন্তাপাত্র (বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, ফরিদপুর), দিনাজপুরের কাহারোল উপজেলার শারমিন আক্তার (পাবনা মেডিকেল কলেজ), বরিশালের বানারীপাড়া উপজেলার সাদিয়া আফরিন হারিছা (রাজশাহী মেডিকেল কলেজ), জয়পুরহাট সদর উপজেলার শারমিন আক্তার সুমি (রংপুর মেডিকেল কলেজ), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তাজগীর হোসেন (খুলনা মেডিকেল কলেজ), যশোরের কেশবপুর উপজেলার ইমামা ইসলাম ইমা (রাজশাহী মেডিকেল কলেজ), নাটোর সদর উপজেলার রাকিব হোসেন (চাঁদপুর মেডিকেল কলেজ), পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার মোছা. শাবনূর (শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর) এবং ঢাকার ধানমণ্ডির দীপিতা রহমান (বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, ফরিদপুর)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, নিউজ২৪ এর এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা, বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের সেক্রেটারি মাসুদুর রহমান মান্না প্রমুখ।
Discussion about this post