শিক্ষার আলো ডেস্ক
শবে কদর, মে দিবস, ঈদুল ফিতর ও বুদ্ধ পূর্ণিমাসহ ১৭ দিনের ছুটিতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। আগামী ২৯ এপ্রিল থেকে এ ছুটি শুরু হবে। শেষ হবে ১৫ মে। এসময় আবাসিক হলগুলোও বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। সেখানে ৩০ এপ্রিলের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে।
এদিকে ঈদের ছুটিতে আবাসিক হলগুলো খোলা রাখার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের প্রভোস্ট বরাবর আবাসিক হল খোলা রাখার জন্য আট শিক্ষার্থী আবেদনপত্র করেন।
আবেদন পত্রে শিক্ষার্থীরা জানায়, ২০১৩ সাল থেকে ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করা শুরু হয়। এর আগে সার্বক্ষণিক হলগুলো খোলা থাকতো। বিদেশি শিক্ষার্থী, অমুসলিম, টিউশনি, পড়াশোনা ও ব্যক্তিগত কাজসহ যাদের সার্বক্ষণিক ক্যাম্পাসে থাকতে হয় তাদের কথা বিবেচনায় রেখে হলগুলা খোলা রাখা উচিত।
শিক্ষার্থীরা আরও বলেন, ঈদে আবাসিক হল বন্ধ থাকলেও নিরাপত্তা প্রহরীদের ঠিকই দায়িত্ব পালন করতে হয়। অধিকতর নিরাপত্তার জন্য প্রতিটি হলে আলাদাভাবে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সে ক্ষেত্রে অমুসলিমসহ যাদের ব্যক্তিগত প্রয়োজনে থাকা প্রয়োজন তাদের জন্য হল খোলা রাখতে অসুবিধা হবার কথা না।
Discussion about this post