নিজস্ব প্রতিবেদক
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। গ্রীষ্মকালীন ছুটি বাতিল হলেও ঈদ উপলক্ষে আগামী ০১ মে থেকে ০৯ মে পর্যন্ত বন্ধ বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে এদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১-এ অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৫তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মে দিবস, ঈদ-উল-ফিতর ও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আগামী ০১ মে থেকে ০৯ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে নিরাপত্তা শাখায় দায়িত্বে নিয়োজিত কর্মচারীগণ যথারীতি দায়িত্ব পালন করবেন। এরপর আগামী ১০ মে থেকে দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম যথারীতি চলবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহ আলী জানান, করোনাকালীন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সেশনজট এড়াতে ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডকে গতিশীল করতে গ্রীষ্মকালীন এ ছুটি বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ১০ মে থেকে ১০ দিনের গ্রীষ্মকালীন ছুটি ছিল। এ ছুটি বাতিল হওয়ায় ঈদুল ফিতরের ছুটির পর ১০ মে মঙ্গলবার থেকে একযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কাজ শুরু হবে।
Discussion about this post