নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজে বিজ্ঞান অনুষদভুক্ত তিনটি বিভাগে ‘মৃত্তিকা বিজ্ঞান’ বিষয়কে নতুন নন-মেজর বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভাগ তিনটি হচ্ছে- ভূগােল ও পরিবেশ বিভাগ, রসায়ন বিভাগ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।
সোমবার (১৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, মৃত্তিকা বিজ্ঞান বিষয়টি নন-মেজর বিষয় হিসেবে অধিভুক্ত সরকারি সাত কলেজের ভূগােল ও পরিবেশ বিভাগ, রসায়ন বিভাগ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অন্তর্ভুক্ত করার জন্য সরকারি শহীদ সােহরাওয়ার্দী কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবেদন করেছিলেন।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যানও সামনের ভর্তি পরীক্ষার আগে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন।
তারই ভিত্তিতে গত ১২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাত কলেজের সভায় ‘মৃত্তিকা বিজ্ঞান’ বিষয়টি নন-মেজর বিষয় হিসেবে অধিভুক্ত সরকারি সাত কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ভূগােল ও পরিবেশ বিভাগ এবং রসায়ন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। এই বিষয়ের নন-মেজর ক্লাস পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা নিতে অধ্যক্ষদেরকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়াও সভায় সাত কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে আসন সংখ্যা নির্ধারণের লক্ষ্যে সরেজমিন পরিদর্শনের জন্য কমিটির কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের তত্ত্বাবধানে এই কমিটি ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অধিভুক্ত সরকারি সাত কলেজের আসন সংখ্যা নির্ধারণের লক্ষ্যে ৩০ মের মধ্যে সরেজমিন পরিদর্শন কাজ শেষ করবে।
অপরদিকে সভায় সিদ্ধান্ত অনুযায়ী, সাত কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থী সংখ্যা যৌক্তিকভাবে কমিয়ে আনা এবং শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করাসহ শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত সুপারিশ বিশ্ববিদ্যালয়ের প্রাে-উপাচার্য (শিক্ষা) ও অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারীর কাছে ইতোমধ্যে হস্তাস্থান্তর করা হয়েছে বলেও জানা গেছে।
ঢাবির প্রাে-উপাচার্য (শিক্ষা) ও অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাে. আব্দুস ছামাদ, সাত কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।
Discussion about this post