শিক্ষার আলো ডেস্ক
র্যাগিংয়ের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৪ শিক্ষার্থীকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া এক শিক্ষার্থীকে বিভাগীয় তিরস্কারসহ বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ৩ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি মানসুরা খানম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত ২৭ এপ্রিল আইন বিভাগের ৩১তম একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের শাস্তি প্রদান করা হয়। র্যাগিংয়ের অভিযোগে শাস্তি পাওয়া শিক্ষার্থীরা সবাই আইন বিভাগের শিক্ষার্থী।
সাময়িক বহিষ্কার শিক্ষার্থীরা হলেন- আইন ১৮-এর মুনতাসিম চৌধুরী, শেখ ইশতিয়াক হোসেন, হাসিবুল হাসান এবং আইন ১৯-এর এ. এইচ. এম. জান্নাতুল ফেরদৌস রাফি। এছাড়া মো. মাহমুদুল হাসানকে বিভাগীয় তিরস্কারসহ ৩ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আইন বিভাগের চেয়ারম্যান মানসুরা খানম জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত সাপেক্ষ বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে বহিষ্কৃত শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হয়নি।
Discussion about this post