নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘ক্রিটিক্যাল মেটালস ফর ক্লিন এনার্জি : ডিমান্ড এন্ড সাসটেইনবল টেকনোলজিস ফর লিথিয়াম এন্ড নিকেল প্রডাকশন’ শীর্ষক এক সেমিনার গতকাল সোমবার চবি বিজ্ঞান অনুষদের ১ নং গ্যালারিতে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ড. আবদুল হালিম। স্বাগত বক্তব্য রাখেন রসায়ন বিভাগের প্রফেসর ড. মনির উদ্দিন।
উপাচার্য বলেন, আজকের প্রবন্ধ উপস্থাপক ড. আবদুল হালিম এ বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। তিনি বর্তমানে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন গবেষণা কর্মে নিয়োজিত আছেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। তিনি বলেন, বিজ্ঞানের অভাবনীয় অগ্রযাত্রায় বিশ্ব আজ উদ্ভাসিত। বিশ্বব্যাপি শিক্ষক-গবেষকদের নিরন্তর গবেষণা বিজ্ঞানকে করেছে সমৃদ্ধ পাশাপাশি বিশ্বকে করেছে আলোকিত। তিনি আরও বলেন, আধুনিক বিশ্বে নবায়নকৃত শক্তি উৎপাদনে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
এ ক্ষেত্রে লিথিয়াম এবং নিকেল বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাতু। ভবিষ্যতে শক্তির উৎপাদন ও সঞ্চয়করণে এ ধাতুর ওপর ব্যাপক গবেষণা চলছে। উপাচার্য বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে লিথিয়াম ও নিকেল ধাতুর উৎপাদন ও ব্যবহারে টেকসই প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই। তিনি নব নব প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষক-গবেষকদের গবেষণা কর্ম অব্যাহত রাখার আহবান জানান। উপাচার্য প্রবন্ধকারকে বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
Discussion about this post