শিক্ষার আলো ডেস্ক
আগামী জুন মাসে প্রকাশ করা হবে দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালেয়ের ভর্তি বিজ্ঞপ্তি। আগামী ২৪ সেপ্টেম্বর কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ মে) আয়োজিত ‘কৃষি গুচ্ছে সিলেকশন বৃদ্ধির দাবি’ শীর্ষক লাইভ অনুষ্ঠানে এ কথা জানান কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মো. শহিদুর রশিদ ভূঁইয়া।
তিনি বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি চলছে। এবার কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন সেটি জানতে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাব পাওয়ার পর আগামী জুন মাসে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সিলেকশন বৃদ্ধি প্রসঙ্গে অধ্যাপক ড. মো. শহিদুর রশিদ ভূঁইয়া বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বাইরে ভর্তি পরীক্ষার কেন্দ্র করতে চাই না। কেননা স্কুল-কলেজে ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হলে স্বচ্ছতার সাথে ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হয় না। তবে সিলেকশন বৃদ্ধির যে দাবি উঠেছে সেটি নিয়ে সবার সাথে আলোচনা করা হবে। এটি আমার একার সিদ্ধান্ত না।সবার সাথে পরামর্শ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। দুই শিফটে পরীক্ষা আয়োজন করা যায় কিনা সেটি আমাদের আগামী সভায় আলোচনা করব। এছাড়া অন্য গুচ্ছ কীভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে সেটিও দেখা হবে।
Discussion about this post