শিক্ষার আলো ডেস্ক
অটোমেশনের আওতায় আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সনদ শাখা। বুধবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ও সার্টিফিকেট শাখার দায়িত্বে থাকা আলমগীর হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভবনের কাজ চলছে। সনদপত্র তোলা জন্য ব্যাংকে টাকা জমা দিতে হতো। অটোমেশনের আওতায় আসলে অনলাইনে টাকা জমা দিয়ে শিক্ষার্থীরা সনদপত্র তুলতে পারবে। ফলাফল তৈরির পর দিন থেকেই সনদ তুলতে পারবে শিক্ষার্থীরা। তবে সেটি বাস্তবায়ন হতে কিছুদিন সময় লাগবে।
অটোমেশনের আওতায় আসলে একজন শিক্ষার্থী কী কী সুবিধা পাবে এ বিষয়ে আলমগীর হোসেন সরকার বলেন, এ ব্যাপারে প্রাথমিক পরিকল্পনা ও কমিটি গঠন করা হয়েছে। এটা পুরোপুরি চালু হলে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে বসে সিদ্ধান্ত নিবো।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আকরাম হোসাইন বলেন, শাখাটি অটোমেশন হলে আমরা যারা সাবেক শিক্ষার্থী আছি তাদের অনেক উপকার হবে। আমরা দূর থেকে সনদ তুলতে এসে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। অটোমেশনের আওতায় আসলে ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশাবাদী।
Discussion about this post