নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ শর্ত শিথিলের দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। একই সাথে মানবিক বিভাগের জন্য ভিন্ন নিয়মও পরিহারের দাবি তুলেছেন তারা।
এ বিষয়ে শিক্ষার্থীরা বলছেন, করোনার কারণে চলতি বছর তিনটি বিষয়ের ওপর এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া গত বছর এইচএসসিতে অটোপাস দেওয়ায় সেবারও ফলাফল অনেক ভালো হয়েছে। এই অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ’র শর্ত বাড়ানোয় কম জিপিএ প্রাপ্তরা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন।
এর আগে বৃহস্পতিবার ( ১৯ মে ) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী মানবিক শাখায় আবেদনের যোগ্যতা রাখা হয়েছে এসএসসিতে ৩ দশমিক ৫ ও এইচএসসিতে ৩। আর ব্যবসায় শিক্ষা শাখা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ৩ দশমিক ৫ পেতে হবে।
এ বিষয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী জানান, আমার এসএসসিতে প্রাপ্ত জিপিএ ৩ দশমিক ০৬ এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএ ৪ দশমিক ৪২। ফলে আমি ভর্তি আবেদনের সুযোগ পাব না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করতে না পারায় তার স্নাতকে পড়ার স্বপ্ন শেষ হয়ে যাবে। কেননা এই জিপিএ দিয়ে তিনি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করতে পারবেন না। এই অবস্থায় জিপিএ শর্ত শিথিলের দাবি তারও।
দাবি জানানো একাধিক শিক্ষার্থীরা বলেন, জিপিএর শর্ত বাড়ানোয় হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন ভঙ্গের পথে। অনেকের স্বপ্ন ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বে। কিন্তু জিপিএ কন্ডিশনের কারণে অনেকে আবেদন করতে পারবে না। অনেকের এইচএসসি ও এসএসসি পরীক্ষায় মোট জিপিএ ৮ এর বেশি বা ৭ এর বেশি কিন্তু এসএসসিতে ৩ দশমিক ৫ এর কম। ফলে তারা আবেদন করতে পারবে না। হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্নের কথা বিবেচনা করে জিপিএর শর্ত কমানো উচিত। এসএসসি ও এইচএসসিতে আলাদা ভাবে জিপিএ ৩ করলে সবাই আবেদনের সুযোগ পেত।
Discussion about this post