নিজস্ব প্রতিবেদক
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক ফরহাদুল ইসলাম। অবসরোত্তর ছুটি ভোগ করা অবস্থায় তাকে আবারও এনসিটিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।
মঙ্গলবার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহা. রফিকুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অবসরোত্তর ছুটি ভোগরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ফরহাদুল ইসলামকে তার অবরোত্তর ছুটি ভোগ এবং প্রাপ্ত সুবিধাসমূহ স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেলে আগামী দুই বছরের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।
Discussion about this post