নিজস্ব প্রতিবেদক
আগামী ৪ জুন থেকে গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ছুটি চলবে ৮ জুন পর্যন্ত। এসময় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও খোলা থাকবে আবাসিক হলগুলো। মঙ্গলবার (২৪ মে) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পহেলা জুন থেকে ১৩ জুন পর্যন্ত মোট ১৩ দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার কথা। তবে সেশনজট নিরসনকল্পে ছুটি কমিয়ে ৪ থেকে ৮ জুন পর্যন্ত করা হয়েছে।
Discussion about this post