নিজস্ব প্রতিবেদক
২০১৭ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে চায় না আয়োজক কমিটি। গতকাল সোমবার অনুষ্ঠিত কোর কমিটির সভায় এই মতামত ব্যক্ত করেছেন কমিটির সদস্যরা।
সভা সূত্রে জানা গেছে, কোর কমিটির সভায় ২০১৭ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের সুযোগ দেওয়ার প্রসঙ্গ তোলেন দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেই প্রস্তাবে সায় দেননি। তারা গত বছরের ন্যায় ভর্তি পরীক্ষা আয়োজনের পক্ষে মত দেন।
এ প্রসঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন মঙ্গলবার বলেন, গত বছরের ন্যায় ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ ২০১৮ ও ২০১৯ সালে এসএসসি আর ২০২০ ও ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি পরীক্ষার সুযোগ দিতে চান সবাই।
এই সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা বিষয়ে তিনি আরও বলেন, যেহেতু এখনো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তাই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
Discussion about this post