নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের তিনটি বর্ষের তিন বিষয়ে অনুপস্থিত শিক্ষার্থীরা পরবর্তী বর্ষে প্রমোশন পাচ্ছেন।
গত সোমবার (৩০ মে) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, করোনা মহামারির কারণে এই তিন শিক্ষাবর্ষের বিভিন্ন পরীক্ষায় ০৩ (তিন) বিষয়ে অনুপস্থিত শিক্ষার্থীদের মানোন্নয়নের সুযোগ দিয়ে পরবর্তী বর্ষে উত্তীর্ণের সুযোগ দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সিদ্ধান্তে করোনা মহামারির পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০২০ সালের ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষায় তিন বিষয়ে অনুপস্থিত শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাবর্ষে উত্তীর্ণ হওয়ার সুযোগ দেয়া হয়েছে।
উল্লেখ্য, এবারই প্রথম ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের তিন বিষয়ে অনুপস্থিত থেকেও পরবর্তী বর্ষ গুলোতে প্রমোশনের সুযোগ পাচ্ছেন।
Discussion about this post