নিজস্ব প্রতিবেদক
আগামী শুক্রবার (৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সারাদেশের ৭টি বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।
এদিকে ‘গ’ ইউনিটের পরীক্ষার্থীদের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রোল নম্বর বসিয়ে সিটপ্ল্যান দেখা যাচ্ছে। এছাড়া মুঠোফোনে এসএমএস করেও আসন বিন্যাস দেখতে পারবেন ভর্তিচ্ছুরা।
অনলাইনে আসন বিন্যাস দেখতে এখানে ক্লিক করুন
এসএমএসের মাধ্যমে আসন বিন্যাস দেখতে DU <space>GA<space> ভর্তি পরীক্ষার রোল (ইংরেজিতে)। তারপর ১৬৩২১ নাম্বারে পাঠিয়ে দিন। গ্রামীণ ফোনের অপারেটররা এসএমএস এর মাধ্যমে আসন বিন্যাস দেখতে পারবে না।
Discussion about this post