নিজস্ব প্রতিবেদক
গত বছরের ন্যায় এবারও পাঁচটি ইউনিটে বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা। এই পরীক্ষায় এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রে ২৪ হাজার ৫৮৯ ভর্তি পরীক্ষার্থী অংশ নেবেন।
বৃহস্পতিবার (২ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চবির প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
তিনি বলেন, আগামী ৩ জুন ‘গ’ ইউনিটে তিন হাজার ৯৫৩ জন, ৪ জুন ‘খ’ ইউনিটে তিন হাজার ৫৩৮ জন, ১০ জুন ‘ক’ ইউনিটে ১০ হাজার ৪২০ জন, ১১ জুন ‘ঘ’ ইউনিটে ছয় হাজার ২৭০ জন এবং ১৭ জুন ‘চ’ ইউনিটে ৪০৮ জন শিক্ষার্থী চবি কেন্দ্রে অংশ নেবেন।
প্রক্টর ড. রবিউল হাসান জানান, ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। বাকি চারটি ইউনিটে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discussion about this post