নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছ
আজ শুক্রবার (৩ জুন) ঢাকা ও সাত বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা চলবে বেলা ১১ টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত।
বাণিজ্য অনুষদভুক্ত গ ইউনিটে আবেদন করেছে ৩০ হাজার ৬৯৩ জন। আসন সংখ্যা ৯৩০। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৩জন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১ টা ১৫ মিনিটে বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় নানাবিধ পদক্ষেপ নিয়েছে। দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কড়া নিরাপত্তায় ঢাকার বাইরের কেন্দ্রে প্রশ্ন পাঠানো হয়েছে।
Discussion about this post