নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন- সুন্দর পরিবেশ, সুন্দর মনোভাব ও সুন্দর মূল্যবোধে যখন পৌঁছাব, তখন বিগত সময়ের ন্যায় ডাকসু নির্বাচনের আয়োজন করা হবে।
উপাচার্য বলেন, ‘আমরা যখন একমত হতে পারব এবং সবাই মিলে একটি সুন্দর পরিবেশ পাব, তখন নিঃসন্দেহে এটি একটি প্রত্যাশিত বিষয়। আপনারা যেভাবে প্রত্যাশা করেন, সেভাবে বিশ্ববিদ্যালয়ও প্রত্যাশা করে। নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে ডাকসু একটি জরুরি ক্ষেত্র; সেই বিষয়গুলো নিয়ে কাউনসেলিংয়ের প্রয়োজন। সুন্দর একটি পরিবেশ, সম্মিলিত সুন্দর মনোভাব এবং সুন্দর মূল্যবোধে যখন পৌঁছাতে পারব, তখন বিগত সময়ের ন্যায় ডাকসু নির্বাচনের আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।
ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর সহাবস্থানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেমন ভূমিকা পালন করতে পারে—এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কে কোন সংগঠন করবে, কোন সংগঠন করবে না—এটা তাদের একেবারেই নিজস্ব এখতিয়ার। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা, মানবিকতা—এগুলোর পরিচর্যা ও লালনকেন্দ্র। এখানে শিক্ষার্থীদের দল-মত-আদর্শ পোষণ করার এখতিয়ার আছে।’
উপাচার্য বলেন, ‘আমরা প্রত্যাশা করি এবং অনুপ্রাণিত করি, যারা মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শকে ধারণ করবে, তাদের জন্য এই বিশ্ববিদ্যালয় অবাধ বিচরণকেন্দ্র। আমাদের শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণি কার্যক্রম, পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে তাদের একাডেমিক জীবন সমাপ্ত করে দেশ, জাতি ও তাদের পরিবারের কল্যাণে কাজ করতে খুবই উদ্যোগী। এটা আমাদের জন্য আশাব্যঞ্জক ও ভালো দৃষ্টিভঙ্গি। আমাদের এখন প্রয়োজন সুষ্ঠু ও সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে কীভাবে তাদের সামনের দিকে এগিয়ে নিতে পারি। বিষয়টি আমাদের প্রফেশনালি, মোরালি অবলিগেশন হয়ে দাঁড়িয়েছে এবং এর কোনো বিকল্প নেই।’
Discussion about this post