নিজস্ব প্রতিবেদক
স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সৌন্দর্য বলে মন্তব্য করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাবির ২০২১-২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন উপাচার্য।
উপাচার্য বলেন, ‘আমি দুটি কেন্দ্র পরিদর্শন করেছি এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা প্রশ্নপত্রের মান ও পরীক্ষার হলের পরিবেশ নিয়ে খুবই সন্তোষ প্রকাশ করেছে। স্বচ্ছ প্রতিযোগিতামূলক পরীক্ষা এটিই মূলত আমাদের সৌন্দর্য।’
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘবের জন্য উদ্যোগটি গৃহীত হয়েছে। বাইরের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন উপাচার্যের সঙ্গে কথা বলেছি, তাঁরা জানিয়েছেন, যথারীতি নিয়ম অনুসরণ করে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উপাচার্য আরো বলেন, ‘ভর্তিইচ্ছু শিক্ষার্থীরা যথেষ্ট ম্যাচিউরড, সবকিছু করতে সক্ষম, বয়সও আঠারো বছর; তাকে নিজের মতো সক্ষমতা উপযোগী করে গড়ে তোলা খুব জরুরি। সক্ষমতা এবং নিজের কাজ যখন নিজে করবে, তখন শিক্ষার্থীর গুণগত মান বৃদ্ধি পাবে। অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ, ছেলেমেয়েদের একটু ছেড়ে দেন। তারা নিজেদের মতো কাজ করুক, এটিই একটি বড় প্রশিক্ষণ। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের মানোন্নয়ন ঘটবে এবং ভালো মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করবে।’
এ সময় পরীক্ষাসংশ্লিষ্ট কাজে নিয়োজিত পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সব সময় নিরাপত্তার কাজে সর্বাধিক সজাগ আছেন বলে মন্তব্য করেন উপাচার্য।
পরিদর্শনকালে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল বাছির, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post