নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (১০ জুন)। এতে বিভাগীয় কেন্দ্র হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে দুই হাজার ৮৯৬ জন শিক্ষার্থী।
বুধবার (৮ জুন) বিকেলে শাবিপ্রবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার শাবিপ্রবি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দুই হাজার ৮৯৬ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনসহ আইআইসিটি ভবন ও শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এ সাতটি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে এ পরীক্ষা সম্পন্ন হবে বলে মনে করি।
বিভাগীয় কেন্দ্র হিসেবে শাবিপ্রবিতে গত ৩ জুন ‘গ’ ইউনিটের ও ৪ জুন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১১ জুন (শনিবার) ‘ঘ’ ইউনিটে এক হাজার ১৬৭ জন এবং ১৭ জুন (শুক্রবার) ‘চ’ ইউনিটে ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
Discussion about this post