শিক্ষার আলো ডেস্ক
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) সময় ক্লাব ও রসায়ন বিভাগের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস ২০২২ পালন করা হয়েছে।
গত ৫ জুন এ অনুষ্ঠানের উদ্বোধন করেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন ড. আবদুর রহমান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. এস. মোসাদ্দেক আহমেদ, পরিচালক ছাত্র-ছাত্রী বিষয়ক জনাব মঞ্জুর এইচ খানসহ এআইইউববির শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
নাদিয়া আনোয়ার এআইইউবি ক্যাম্পাস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং এআইইউবি সময় ক্লাব সদস্যদের গাছের চারা উপহার দেন।
জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে এবং পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ে অনুপ্রাণিত করার জন্য এআইইউবি সময় ক্লাবের সদস্য, শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে একটি র্যালি বিভিন্ন প্ল্যাকার্ডসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
পরে এআইইউবির মিডিয়া স্টুডিওতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেভ দ্য আর্থ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রোগ্রাম কর্মকর্তা সাইফ ইসলাম।
সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিষয়ে তিনি নিজের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করেন। ড. আহমেদ ও ড. রাব্বানী সেমিনারে স্বাগত বক্তব্য দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
Discussion about this post