নিজস্ব প্রতিবেদক
আগামী শনিবার অনুষ্ঠিতব্য ২০২২ সালের এসএসসি পরীক্ষায় সেভেন্থ ডে এডভান্টিস্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত পরীক্ষার্থীরা ধর্মীয় বিধিনিষেধের কারণে পূর্ব নির্ধারিত সময়ের পরিবর্তে সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করবে।
বুধবার (৮ জুন) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, সেভেন্থ ডে এডভান্টিস্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত পরীক্ষার্থীদের শনিবার সকাল ১০টার আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে ও কেন্দ্রের নির্দিষ্ট কক্ষে অবস্থান করতে হবে। কোনো অবস্থাতেই তারা পরীক্ষা কেন্দ্রের বাইরে যেতে পারবে না। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পর তাদের সাথে প্রবেশপত্রে বর্ণিত দ্রব্যের বাইরে কিছু থাকবে না এবং বাইরের কারও সঙ্গে যোগাযোগ করতে পারবে না।
ধর্মীয় বিধান মতে সেভেন্থ ডে এডভেন্টিস্ট সম্প্রদায়ের লোকেদের শনিবার দিনের বেলা হাতে লেখা সম্পূর্ণ নিষেধ। তাই তাদের জন্য এ বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
Discussion about this post