নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করবে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ২৪ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ‘লিড ইউনিভার্সিটি’ হিসেবে দায়িত্ব পালন করে।
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আগে দেশের সাত কৃষি বিশ্ববিদ্যালয় যুক্ত থাকলেও এবার এ তালিকায় যুক্ত হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সঙ্গে থাকছে।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত বলেন, বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শেকৃবি উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রশীদ ভুঁইয়া বলেন, পূর্বের ভর্তি কমিটি এখনো আমাদের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেননি। অফিসিয়ালি দায়িত্ব হাতে পেলে আমরা কাজ শুরু করবো।
Discussion about this post