নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধি গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগমন করেন। এ উপলক্ষে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে ‘যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার সুযোগ-সুবিধা বিষয়ক’এক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সেমিনারে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বক্তব্য রাখেন। চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র দূতাবাসের এডুকেশন এন্ড একাডেমিক এঙচেইঞ্জ প্রোগ্রামের কালচারাল এ্যাফেয়ার্স বিশেষজ্ঞ রায়হানা সুলতানা, ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রামের কর্মকর্তা শাওন কর্মকার এবং সোহেল ইকবাল।
উপাচার্য বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলের উপস্থিতিতে আজকের এ সেমিনার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ সেমিনারের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের তাঁদের কাঙ্খিত ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বৃত্তি সহযোগে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ অবারিত হবে। সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
Discussion about this post