নিজস্ব প্রতিবেদক
দেশে গবেষণা বাড়াতে এবং তা যাচাই-বাছাই করতে একটি সেন্ট্রাল রিসার্চ কাউন্সিল ও সেন্ট্রাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।
মঙ্গলবার (১৪ জুন) দুপুর ২টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত প্রথম রিসার্চ রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, শেকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গবেষণা পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।
Discussion about this post