শিক্ষার আলো ডেস্ক
আগামী ২৪ অক্টোবর স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন-এর রজতজয়ন্তী উপলক্ষে এবং বিশ্ব রক্তদাতা দিবসে ১ হাজার ৩৪২ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁধন। বিশ্ববিদ্যালয় বাঁধনের ১৭টি হল ইউনিটের মাধ্যমে ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (১৪ জুন) দিনব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এরই অংশ হিসেবে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁধন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি নিয়েছে। বিশ্ববিদ্যালয় বাঁধনের ১৯টি ইউনিটের মধ্যে ১৭টি হল ইউনিট ক্যাম্পাসের বিভিন্ন স্থানসহ বাইরের দুটি স্থানেও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি গ্রহণ করে। এতে ১ হাজার ৩৪২ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয় সংগঠনটি। এছাড়া প্রতিটি ইউনিট তাদের নিজ নিজ হলে বৃক্ষরোপন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁধনের সভাপতি মিনহাজ মাহমুদ হিমেল জাগো নিউজকে বলেন, ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বাঁধন, ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের অন্তর্গত ইউনিটসমূহ ১৭টি স্থানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে ১ হাজার ৩৪২ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে। এটি আমাদের সংগঠনের রজতজয়ন্তী উপলক্ষে নেওয়া কর্মসূচিগুলোর একটি।
সংগঠনটি এরইমধ্যে রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ২৫ হাজার বৃক্ষরোপণ, রক্তের প্রয়োজনে রোগীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাঁধন অ্যাপস’ তৈরি, ২৫ বারের বেশি রক্তদাতাদের সম্মাননা, বাঁধন মিলন মেলা ও স্যুভেনির প্রকাশসহ নানা কর্মসূচি নিয়েছে।
Discussion about this post