নিজস্ব প্রতিবেদক
গবেষণাপত্র জালিয়াতি শনাক্তে টার্নিটিন সফটওয়্যারের অনুকরণে নিজস্ব একটি সফটওয়্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা তৈরি করছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এছাড়া, গবেষণাপত্রের মৌলিকত্ব ও গুণগত মান সমুন্নত রাখতে প্লেজিয়ারিজম পলিসি প্রণয়ন করা হচ্ছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ জুন ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে এসব কথা জানান সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
উপাচার্য বলেন, গবেষণাপত্রের মৌলিকত্ব ও গুণগত মান সমুন্নত রাখতে প্লেজিয়ারিজম পলিসি প্রণয়ন প্রায় চূড়ান্ত। বাংলা ভাষায় রচিত গবেষণাপত্র বা থিসিসের similarity index চিহ্নিত করার জন্য টার্নিটিন সফটওয়্যার অনুকরণে একটি সফটওয়্যার বিশ্ববিদ্যালয়ের এক তরুণ শিক্ষক গবেষক শিগগিরই প্রণয়ন করতে পারবেন বলে আশা রাখি।
তিনি আরও বলেন, এই সফটওয়্যারটি বাংলা ভাষায় রচিত গবেষণাকর্মে তথ্য জালিয়াতি শনাক্তকরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনন্য অবদান হিসেবে বিবেচিত হবে।
এর আগে ২০২১-২২ অর্থবছরের সংশোধিত ও ২০২২-২৩ অর্থবছরের ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।
Discussion about this post