শিক্ষার আলো ডেস্ক
সুনামগঞ্জে ভ্রমণে গিয়ে বন্যায় আটকা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করেছে সুনামগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসন। তাদের আপাতত সুনামগঞ্জ পুলিশ লাইন্সে রাখা হয়েছে। আজই তাদের ঢাকা পাঠানোর বিষয়ে চেষ্টা করার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
শুক্রবার (১৭ জুন) শিক্ষার্থীদের উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এদিকে বিশ্ববিদ্যালয় ও সাংবাদিকতা বিভাগও তাদের উদ্ধারে সমন্বিতভাবে প্রচেষ্টা করেছে। সকলের সম্মিলিত উদ্যোগের প্রশংসা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শোয়াইব আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন পানশী রেঁস্তোরা থেকে পুলিশ লাইনসে যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও আমাদের বিভাগের চেয়ারম্যান সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’
আটকা পড়া শিক্ষার্থীদের সঙ্গে জানা গেছে, পঞ্চম সেমিস্টার পরীক্ষা শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২১ শিক্ষার্থী সুনামগঞ্জ বেড়াতে যান। আকস্মিক বন্যায় সেখানে আটকা পড়েন তাঁরা। সহায়তা চেয়ে তাঁরা সামাজিক মাধ্যমে পোস্ট দেন এবং প্রশাসনের নানা জনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন।
আটকা পড়াদের একজন শোয়াইব আহমেদ বলেন, ‘আমরা এখন পুলিশ লাইনের ওইখানে নিরাপদ আশ্রয় রয়েছি। প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকায় ফিরতে পারব, ইনশাআল্লাহ।’
Discussion about this post