নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ কাউন্সিল হচ্ছে যুক্তরাজ্য বা বৃটেনের বিশেষায়িত শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমভিত্তিক সংস্থা, যা বৃটেনসহ বিশ্বব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত করে থাকে। এটি রাজকীয় সনদসহ ইংল্যান্ড, ওয়েলস্ এবং স্কটল্যান্ডের নিবন্ধনকৃত দাতব্য সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৩৪ সালে স্যার রেজিনাল্ড লিপার কর্তৃক উজ্জ্বীবিত হয়ে অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপনে নিয়োজিত ব্রিটিশ কমিটি ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়।
দীর্ঘ ৭৫ বছরের বেশি সময় ধরে এই সংস্থাটি কাজ করে আসছে। বিশ্বব্যাপী প্রায় ১০০ মিলিয়ন মানুষকে ইংরেজির দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে যাচ্ছে।
সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপের কারণে ব্রিটিশ কাউন্সিল তাদের ২২ টি অনলাইন কোর্স সম্পূর্ণ ফ্রী করে দিয়েছে। করোনার ভাইরাসের এই মহামারীতে সবার ঘরে থাকা নিশ্চিত করতে এবং অবসর সময়ে সবাই যেন নিজের ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে পারে, সেই লক্ষ্যেই কোর্সগুলো ফ্রী করে দিয়েছে সংস্থাটি।
.কোর্স সমূহঃ
- Understanding IELTS: Reading
- Understanding IELTS: Writing
- Understanding IELTS: Listening
- Understanding IELTS: Speaking
- English for the Workplace
- Teaching English: How to Plan a Great Lesson
- Study UK: a Guide for Education Agents and School Counsellors
- Exploring English: Language and Culture
- Teaching for Success: the Classroom and the World
- Teaching for Success: Lessons and Teaching
- Teaching for Success: Learning and Learners
- Understanding Language: Learning and Teaching
- Language Assessment in the Classroom
- Migrants and Refugees in Education: A toolkit for teachers
- Exploring English: Shakespeare
- Writing Better Emails
- Study UK: Preparing for work
- Study UK: Prepare to Study and Live in the UK
- Ideas for a Better World: Leading Change Through Policymaking
- How to Succeed in the Global Workplace
- English in Early Childhood: Language Learning and Development
.কোর্স শেষে থাকছে সার্টিফিকেট ।
কিছু কোর্সের ক্ষেত্রে সার্টিফিকেট নিতে হলে পেমেন্ট করতে হবে।
পছন্দের কোর্সটিতে এনরোল করতে ভিজিট করুন, (Official Link) – https://www.futurelearn.com/partners/british-council
Discussion about this post