নিজস্ব প্রতিবেদক
সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছেন ভর্তিচ্ছুরা।
শিক্ষার্থীরা বলছেন, সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় তাদের অবস্থা খারাপ। বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে হচ্ছে তাদের। সব কিছু বন্যায় তলিয়ে গেছে। বন্যা কবলিত জেলাগুলোতে অসংখ্য ভর্তিচ্ছু রয়েছে। বন্যার কারণে তাদের বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়েছে। এই অবস্থায় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া কোনো ভাবেই সম্ভব হচ্ছে না।
শিক্ষার্থীদের দাবি, যেখানে বেঁচে থাকতে প্রতিদিন লড়াই করতে হচ্ছে সেখানে ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তা করার মতো অবকাশ তাদের নেই। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটি কেউ জানে না। বন্যার পানি নেমে গেলেও সবকিছু স্বাভাবিক হতে কমপক্ষে এক মাস সময় লাগবে। এই অবস্থায় গুচ্ছ ভর্তি পরীক্ষা অন্তত এক মাস পেছানো দরকার।
এ প্রসঙ্গে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী জানান, ‘‘করোনার কারণে দুইবার ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। দেশের এই প্রাকৃতিক দূর্যোগের সময় যেখানে মানুষের বসতবাড়ি পর্যন্ত বন্যার পানিতে ভেসে যাচ্ছে, লাখ লাখ মানুষের জীবনে নেমে এসেছে কালো অধ্যায়। এই অবস্থায় ভর্তি পরীক্ষা পেছানো সময়ের দাবি। ভর্তি পরীক্ষা অবশ্যই পেছানো দরকার। কেননা দূর্যোগপূর্ণ এলাকাগুলোতে অসংখ্য ভর্তিচ্ছু রয়েছেন।’’
Discussion about this post