নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী ৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ এবং ৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। আগের সময়সূচি অনুযায়ী ২২ জুন ছিল ফরম পূরণের শেষ দিন।
মঙ্গলবার (২১ জুন) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া আলিম পরীক্ষা স্থগিত করে সরকার।
অফিস আদেশে বলা হয়েছে, ২০২২ সালের আলিম পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি প্রদানের সময় ৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।
চলতি বছরের আলিম পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ২২ আগস্ট নির্ধারণ করেছে সরকার।
Discussion about this post