নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনের ২য় পর্যায়ের ফল প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রোল দিয়ে লগইন করার মাধ্যমে এ ফল দেখা যাবে।
বুধবার (২১ জুন) দুপুর ২টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এপ্লিকেশন পেজ এ ফল দেখতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। প্রাথমিক আবেদনের এ ফল দেখতে শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের রোল, বোর্ড ও পাশের বছর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলেই ফল জানা যাবে।
এদিকে বুধবার বেলা সাড়ে ১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেখা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের রোল প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যদি সে চূড়ান্ত আবেদনের জন্য সিলেক্টেড হয়, তবে প্রয়োজনীয় তথ্য দিয়ে চূড়ান্ত আবেদন করতে পারবে৷ আর যদি সিলেক্ট না হয়, তবে সেটাও সাবমিট বাটনে ক্লিক করলেই জানা যাবে।
এছাড়া ভর্তি পরীক্ষায় যারা ইংরেজি প্রশ্নে উত্তর করতে চায়, তারা একই পেজের ইংরেজি প্রশ্নে পরীক্ষা দিতে আগ্রহী সাইটে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
Discussion about this post