নিজস্ব প্রতিবেদক
আগামীকাল রোববার (১৯ এপ্রিল) টেলিভিশনে শুরু হচ্ছে মাদরাসা দাখিল পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার। সংসদ বাংলাদেশ টিভির মাধ্যমে এদিন থেকে দাখিল ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির আরবি বিষয়ের রেকর্ড করা ক্লাস সম্প্রচার করা হবে। ‘আমার ঘরে আমার মাদরাসা’ শিরোনামে এ কার্যক্রম শুরু হচ্ছে। আর ১৯ থেকে ২৯এপ্রিল সংসদ টিভিতে দাখিলের ক্লাস সম্প্রচারের রুটিন প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব স্কুল-কলেজ, মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে। আর গত ৭ এপ্রিল ‘ঘরে বসে শিখি’ শিরোনামে সংসদ টেলিভিশনে শুরু হয়েছে প্রাথমিক স্তরের ক্লাস সম্প্রচার। আগামীকাল ‘ঘরে বসে কারিগরি শিক্ষা’ শিরোনামে সংসদ টিভিতে এসএসসি ও দাখিল ভোকেশনালের ক্লাস প্রচার শুরু হচ্ছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, দাখিল পর্যায়ে শিক্ষার্থীদের সাধারণ বিষয় গুলোর ক্লাস মাধ্যমিক এর সাথে একই তাই মাধ্যমিকের ক্লাস গুলো দেখলেই দাখিলের শিক্ষার্থীরা উপকৃত হতে পারবেন। তাই আর আরবি বিষয়ের ক্লাসগুলো সংসদ টিভিতে প্রচারের জন্য তৈরি কড়া নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সে প্রেক্ষিতে আরবি ক্লাসগুলো তৈরি করা হয়েছে। আগামীকাল থেকে এসে ক্লাসগুলো প্রচার করা হবে।
জানা গেছে, বিকেল ৪টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত দাখিল পর্যায়ের ৬ষ্ঠ ১০ম শ্রেণির আরবি বিষয়ের ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে। প্রতিটি ক্লাস হবে ১৮ মিনিটের।
করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে টিভিতে পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে মাধ্যমিকের ক্লাস প্রচারের কার্যক্রম বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সহযোগিতা করছে এটুআই, ব্যানবেইসসহ অন্যান্যরা। প্রাথমিকের ক্লাস প্রচারের কার্যক্রম বাস্তবায়ন করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর কারিগরির ক্লাস প্রচারের উদ্যোগ বাস্তবায়ন করছে কারিগরি শিক্ষা অধিদপ্তর
সম্মানিত পাঠকের জন্য সংসদ টিভিতে মাদরাসার ক্লাস প্রচারের রুটিন তুলে ধরা হলো।
Discussion about this post