শিক্ষার আলো ডেস্ক
উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লিখে বিপদে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৪ জুন) থেকে বাক্যটি লেখা একটি উত্তরপত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই শিক্ষার্থীকে ডেকেছে বিভাগীয় চেয়ারম্যান।
ছবিতে দেখা গেছে, অতিরিক্ত উত্তরপত্রে ইংরেজি বিভাগের সিল ও ইনভিজিলেটরের সাইন। তথ্যপূরণ অংশে প্রথম বর্ষের এক শিক্ষার্থীর আইডি নম্বর। উত্তরপত্রের প্রথম পাতায় লেখা হয়েছে, ‘স্যার আজকে আমার মন ভালো নেই’। তার পাশে লাল কালিতে ক্রস দিয়ে ‘বাতিল’ লেখা ও শূন্য লেখা হয়েছে।
তবে ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থী বলছেন, মজা করে কথাটি লিখেছেন। এভাবে ছড়িয়ে পড়বে বুঝতে পারেননি। পরিস্থিতি বোঝার পর ছবিটি সরিয়ে ফেলেছেন। ইনভিজিলেটরের সইটাও নকল বলে নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থী ও বিভাগীয় চেয়ারম্যান।
ওই শিক্ষার্থী বলেন, ‘আমি মজা করার জন্য এটা করেছিলাম, অতকিছু বুঝে করিনি। কয়েকদিন আগে ক্লাসরুমে খাতাটি পড়ে পায়। পরে তাতে সবকিছু লিখে ফেসবুকে পোস্ট করি। তখন অনেকে কাজটি ঠিক হয়নি জানিয়ে মুছে দেওয়ার পরামর্শ দেয়। বিষয়টি বুঝতে পেরে পোস্ট মুছে দিই। তবে এর মধ্যে অনেকে ছবিটি সংগ্রহ করে ফেসবুকে শেয়ার দিলে ছড়িয়ে পড়ে।’
এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মমিন উদ্দীন বলেন, ‘ওই শিক্ষার্থীকে রবিবার দেখা করতে বলেছি। তার বক্তব্য শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উত্তরপত্রে ইনভিজিলেটর সইটি আমাদের বিভাগের কোনও শিক্ষকের নয়।’
Discussion about this post