নিজস্ব প্রতিবেদক
‘যুক্তিবোধের উন্মোচনে সহযোগ সম্মিলন’ স্লোগানে চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) আয়োজিত মাসব্যাপী থিমেটিক বিতর্ক কর্মশালা শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) চবির কেন্দ্রীয় লাইব্রেরি মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
সিইউএসডি গত এক যুগ ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) থিমেটিক বিতর্ক কর্মশালা আয়োজন করে আসছে। সিইউএসডির ১২তম থিমেটিক বিতর্ক কর্মশালার চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী রায়হান কবির, আনিকা তাহসিন সামী এবং মোহাম্মদ শাকিল এর দল।
এছাড়া ইংলিশ পাবলিক স্পিকিং পর্বে বিজয়ী হন মোহাম্মদ শাকিল। প্রথম রানারআপ ফাইরুজ আমিন এবং দ্বিতীয় রানারআপ হন ফরিদ আহমেদ। বিতর্ক প্রতিযোগিতায় ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট মনোনীত হন ইয়াসীর হাসান তুসী এবং ডিবেটার অব দ্যা ফাইনাল নির্বাচিত হন মোহাম্মদ শাকিল।
সিইউএসডির সাধারণ সম্পাদক ফারহানা যুঁথীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউএসডির মডারেটর অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা।
প্রধান অতিথি চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক এসএম মনিরুল হাসান, সিইউএসডির উপদেষ্টা অধ্যাপক সজীব কুমার ঘোষ, অধ্যাপক ড. মো. হানিফ সিদ্দিকী অধ্যাপক ড. ফুয়াদ হাসান এবং সিইউএসডির সভাপতি নাজমুল হাসান তুষার বক্তব্য দেন।
অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, বিতর্ক একটি অন্যতম শিল্প মাধ্যম। যুক্তির মাধ্যমে অন্যের বক্তব্য খণ্ডন করাই হলো বিতর্কের মূল লক্ষ্য। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিতর্ক শিক্ষার্থীদের মাঝে পারষ্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ তৈরির পাশাপাশি অন্যের মতামতের প্রতি সহনশীল হতে শেখায়। এসময় তিনি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার সঙ্গে খেলাধুলা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান।
সিইউএসডির প্রাক্তন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি পিয়াস আহমেদ, সাবেক সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, দীপ্ত নন্দী, আইয়ুবুর রহমান সিয়াম, সাবেক সাধারণ সম্পাদক সজীব দাস এবং সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান সৈকত। এছাড়াও উপস্থিত ছিলেন সিইউএসডির সিনিয়র সহ-সভাপতি নাফিসা সাদাফ, সহ-সভাপতি বাপ্পারাজ হাওলাদার, মৌটুসী রায়, যুগ্ম-সম্পাদক সুচন্দা রহমান ও সংগঠনটির সদস্যরা।
Discussion about this post