নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফল তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। ঢাবির এই ইউনিটের ফল খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এমসিকিউতে উত্তীর্ণদের লিখিত অংশের খাতা মূল্যায়ন প্রায় শেষ হয়েছে। এছাড়া নম্বর এন্ট্রির কাজও শেষ। ফল পুনর্নিরীক্ষার কাজ চলছে। এরপর জুনের শেষ দিকে অথবা জুলাই মাসের শুরুতে এই ফল প্রকাশিত হবে।
এ ব্যাপারে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন জানান, ‘গ’ ইউনিটের ফল তৈরির কাজ প্রায় শেষ। আগামী ৩ জুলাইয়ের মধ্যেই এই ফল প্রকাশের চেষ্টা করা হবে।
এর আগে, গত ৩ জুন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাস ও সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার ঢাবির ‘গ’ ইউনিটের ৯৩০টি আসনের বিপরীতে ৩০ হাজার ৭১৯ ভর্তিচ্ছু আবেদন করেন, সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে গড়ে ৩৩ জন প্রার্থী ছিলেন।
Discussion about this post