নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
আর ২২ ও ২৩ জুলাই শুক্র-শনিবার হওয়ায় ২৪ জুলাই থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। তাই প্রশাসনিকভাবে ১৫ দিনের ছুটি হলেও প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে মোট ১৭ দিন।
সোমবার (২৭ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ৭ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। আর ৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ। তবে ২২ ও ২৩ জুলাই শুক্র-শনিবার হওয়ায় ক্লাস শুরু হবে ২৪ তারিখ থেকে। তবে হল বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে শিক্ষার্থীদের দাবি ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও হল যেন বন্ধ না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Discussion about this post