নিজস্ব প্রতিবেদক
দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ আগামী বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে শুরু হবে বলে জানিয়েছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাসিম আখতার।
অধ্যাপক নাসিম আখতার বলেন, গত শিক্ষাবর্ষের চেয়ে এই শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৪০ হাজার শিক্ষার্থী বেশি আবেদন করেছে। আমরা আবেদনের সময় দিয়েছিলাম মাত্র ১০ দিন। আগামী ৭ জুলাই থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে। যা চলবে ১২ জুলাই পর্যন্ত।
ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, সিলেট-সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত। তবে এ বিষয়ে আমি একা কিছু বলতে পারবো না। এটা সম্মিলিত সিদ্ধান্তের ব্যাপার। পরিস্থিতির উন্নতি না হলে সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেব।
Discussion about this post