নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১ম বর্ষ বি.এস.এস. (সম্মান) শ্রেণির শিক্ষার্থী মো. সানোয়ার হোসেন এবং আফরোজা জামান ফাহিমা ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স ১৯৭৬ স্মৃতি বৃত্তি লাভ করেছেন।
মঙ্গলবার (০৫ জুলাই) উপাচার্য লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, দাতা প্রতিনিধি সুরাইয়া বেগম এনডিসি, রমেন্দ্র চন্দ্র বসাক, গোলাম হাফিজ আহমেদ এবং আমীর আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিভিন্ন ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইকোনমিক্স ১৯৭৬ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার জন্য তিনি দাতাদের ধন্যবাদ দেন। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশাপ্রকাশ করেন। মানবিক ও নৈতিক মূল্যবোধ ধারণ করে ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
Discussion about this post