নিজস্ব প্রতিবেদক
দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি বিজ্ঞপ্তি আগামী ১৫ জুলাই প্রকাশিত হবে। এদিন ৫টি জাতীয় পত্রিকা ও ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তি পাওয়া যাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর ৫০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এই নম্বর কেবল প্রাপ্ত জিপিএর জন্যই দেওয়া হবে। গত শিক্ষাবর্ষের ন্যায় বিষয়ভিত্তিক নম্বর দেখে দেওয়া হবে না।
ওই সূত্র আরও জানায়, এবার কৃষি গুচ্ছের বাইরেও ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হবে। এক্ষেত্রে কৃষিগুচ্ছের পরীক্ষায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হবে।
যে সকল শিক্ষার্থীর রসায়ন, গণিত, পদার্থ ও জীববিজ্ঞান বিষয় ছিল কেবল তারাই ভর্তি পরীক্ষার সুযোগ পাবেন। এবারের ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা আগের মতই রয়েছে। তবে এ গুচ্ছের সঙ্গে নতুন যুক্ত হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯০টি আসন যোগ হয়েছে।
Discussion about this post