শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা ও অনলাইন টিকিট নিয়ে ভোগান্তি দূর করাসহ ছয় দফা দাবিতে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
গতকাল বৃহস্পতিবার( ৭ জুলাই ) দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এসব দাবিতে কর্মসূচি শুরু করেন তিনি। ওই শিক্ষার্থীর নাম মহিউদ্দিন রনি। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
তাঁর অন্য দাবিগুলো হলো- টিকিট সিন্ডিকেট বন্ধ করা, টিকিট ক্রয়ের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা, ট্রেনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি করাসহ বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, ট্রেনের আসন সংখ্যা অথবা ট্রেনের সংখ্যা বাড়ানো এবং সেবার মান ও তথ্যের জবাবদিহিতা নিশ্চিতে শক্তিশালী মনিটরিং টিম গঠন করা।
অবস্থান কর্মসূচির বিষয়ে রনি গণমাধ্যমকে বলেন, এবার অনলাইন টিকিট কাটতে গিয়ে অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন। তাঁদের মধ্যে আমিও একজন ।
Discussion about this post